Jannat

@foridabhuiyan

আসসালামু'আলাইকুম আমার বয়স ২৬ চলতেছে দীর্ঘদিন যাবত ফ্যামিলি থেকে বিয়ে দেয়ার জন্য চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ সব ঠিক থাকার পরেও কিন্তু মনের মত কোন প্রস্তাবই আসছে না যা আসে তা পছন্দ হয় না। পরিবারে কোন উন্নতি নেই আমার আব্বু দুবাইতে অনেক ভালো পজিশনে ছিল কিন্তু হঠাৎ করে আমার আব্বুকে দেশে চলে আসতে হয় একেবারে ক্যান্সেল হয়ে। ভাইয়াদেরও কোন উন্নতি নেই যা করতে যাই তাতেই বাধা আসে। আমাদের অবস্থা এই যে মনে হয় আসমান থেকে জমিনে পড়েছে আমাদের যখন অবস্থা ভালো ছিল কিছু আত্মীয় আমাদেরকে হিংসা করত। আমার নিজের কিছু ব্যক্তিগত সমস্যা হলো -যখনই কেউ আমার বিয়ের কথা বলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তাকে আমার সন্দেহ লাগে। -একা থাকতে ভালো লাগে কোন আত্মীয় যদি আমাদের বাসায় আসতে বলে বা আমাকে কোন আত্মীয়র বাসায় যেতে বলবে আমার প্রচুর রাগ হয়। মনে হয় সবাইকে ছেড়ে দূরে চলে যায়। -হঠাৎ করে কারো জন্য অনেক ভালোবাসা বেড়ে যায় আবার কিছুক্ষণ পরেই তার জন্য তীব্র ঘৃণা জন্মে মনে। বেশিরভাগ সময় খুব হতাশা কাজ করে আর খুব কান্না করতে ইচ্ছে করে। -আমার আব্বু কি আমার একদমই সহ্য হয় না উনি বাসায় থাকলে আমার কেমন খারাপ লাগে উনি বাসা থেকে বের হলে মনে হয় যে কোনো বোঝা মুক্ত হয়েছি (আল্লাহুম্মা মাগফিরলী ) -মাঝে মাঝে আমি স্বপ্নে দেখে উপর থেকে পড়তেছি ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায় দুইবার স্বপ্ন দেখেছিলাম আমাকে জ্বীনে ধরেছে দুইবারের অবস্থায় এমন যে আমার আব্বু আম্মু আমাকে সাহায্য করতে পারত কিন্তু তারা আমাকে সাহায্য করার বদলে আমার সমস্যাটাকে নিয়ে হাসি তামাশা করত গুরুত্বই দিত না। -খুব বেশি অলসতা কাজ করে কোন কাজ করতে ইচ্ছে করে না ইবাদতে মনোযোগ নেই সারাক্ষণ শুধু মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তাভাবনা কাজ করে আমি অনেক বেশি কল্পনাপ্রবণ হয়ে পড়েছি এটা সেটা নিয়ে সারাক্ষণ মনের মধ্যে শুধু কল্পনা করতেই থাকি কোন কিছু ঘটার আগে সেটা নিয়ে কল্পনা করতে থাকি। বি:দ্র : আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ফরজ পর্দা মেনে চলার যথাসম্ভব চেষ্টা করি সকাল সন্ধ্যা মাসনুন আমল গুলোও করি অন্যান্য নফল ইবাদতগুলো যথা সম্ভব করার চেষ্টা করি। মাঝে মাঝে আমার আব্বু আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলি পরে অনুশোচনা হয় তারপর ঠিক করে আর করবো না কিন্তু কিছুদিন পরে সেই আবার ভুল করে ফেলি। আমার আম্মু আমাকে অনেক বদদোয়া দেয়। দয়া করে পোস্টটা এত তাড়াতাড়ি এপ্রুভ করবেন সমস্যার মধ্যে আছি আশা করি উত্তম সাজেশন দিবেন।পোস্ট বড় হওয়ার জন্য দুঃখিত।জাযাকাল্লাহু খাইরান

Posted: 20 Apr, 2024, 8:58:58 AM

Approved: 20 Apr, 2024, 1:28:58 PM

1 Comment
1 Like
0 Dislike