Nusrat

@jahan

আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই,বয়স ১৯। আগে নিয়মিত নামাজ পড়ত,ইসলাম মেনে চলার যথেষ্ট চেষ্টা করতো। ফ্যামিলির সবার সাথেই সম্পর্ক ভালো ছিলো। কিন্তু গত ৩-৪ মাস যাবৎ অস্বাভাবিক আচরণ লক্ষ্য করি আমরা,একা রুমে থাকে,নিয়মিত নামাজ পরে নাহ,নামাজে তাড়াহুড়া করে। একাডেমিক পড়াশোনা ও প্রায় ছেড়ে দিয়েছে, রেজাল্ট খারাপ আসছে।স্বাস্থ্য ভেঙে পড়েছে,খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। ফ্যামিলির কাউকেই পছন্দ করে নাহ, বুঝাতে গেলে উল্টো রাগ করে, আত্মহত্যার করে ফেলবে বলে হুমকি দেয়। উল্লেখ্য ৩-৪ মাস যাবৎ একটা মেয়ের সাথেও কথা বলা শুরু করে,ওই ব্যাপারে কিছু বললে আরো রেগে যায়। সবাই আতঙ্কে থাকে ওকে নিয়ে যে কখন খারাপ কিছু করে ফেলে! এইসব কিছু নিয়ে ফ্যামিলিতে অনেক অশান্তি বিরাজ করছে। দয়া করে পোস্টটি তাড়াতাড়ি এপ্রুভ করবেন অনেক সমস্যার মধ্যে আছি,আশা করি উত্তম সাজেশন দিবেন।আমরা ঢাকা মিরপুর থাকি,আশেপাশে একজন ভালো রাকী'র সন্ধান দিতে পারলে উপকৃত হবো।জাযাকাল্লাহ খাইরান।

Posted: 23 Apr, 2024, 12:5:2 PM

Approved: 24 Apr, 2024, 1:40:46 PM

1 Comment
0 Like
0 Dislike