Tabassum

@tabassum

আসসালামু আলাইকুম। ১.🔹৩-৫ দিনের বরই পাতার গোসলের জন্য কি প্রতিদিনই গাছ থেকে তাজা বরই পাতা সংগ্রহ করতে হবে? (কারণ, আমি কাল শহরে চলে যাবো,এবং সেখানে বরই পাতা পাওয়াটা মুশকিল।এখন গ্রামে আছি।) ২.🔹৩-৫ দিনের জন্য বরই পাতা নিয়ে নিলেও,সেটা কি ফ্রিজে সংরক্ষণ করা সম্ভব?এতে কি গুণাগুণ নষ্ট হয়ে যাবে? ৩.🔹আর বরই পাতা গোলা পানিটা যদি বাসার বাথরুমের টেপের পানি হয় তা কি খাওয়া যাবে? ৪.🔹 বরই পাতার গোসলের জন্য যে এক বালতি পানি প্রস্তুত করবো,সেই পানি দিয়ে গোসল করার পর কি আবার অন্য পানি দিয়ে গোসল করতে পারবো?নাকি সেই এক বালতি পানি দিয়ে গোসল করেই গোসলখানা থেকে বের হয়ে যেতে হবে....? (সত্যিই দুঃখিত এত প্রশ্ন করার জন্য,অনেক সমস্যায় আছি তাই সব শিওর হয়ে তারপর শুরু করতে চাচ্ছিলাম যাতে কোনো ভুল না হয়।)

Posted: 28 Apr, 2024, 4:41:5 AM

Approved: 30 Apr, 2024, 6:32:47 PM

1 Comment
0 Like
0 Dislike