
Asia sultana
@asiasultana
আসসালামুয়ালাইকুম।আমি ৪-৫ বছর ধরে আশিক জিন জাদুতে আক্রান্ত।প্রথমে বদনযর হাসাদের সমস্যা ছিল। কয়েক জন হুজুর দেখিয়ে ছিলাম সুস্থতা লাভ করিনি।আমাকে পড়তে দিত না গলা চেপে ধরতো প্যানিকড হয়ে যেতাম। পরীক্ষা আসলে অসুস্থ হয়ে পরতাম,একের পর এক অসুস্থতা লেগে থাকে। স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়।আমি কয়েক বার বদ নজর,হাসাদ, আয়াতুল খুরজ,৭ দিনের ডিটক্স করি।খুরজের রুকইয়া করলে সাদা জমাট পানি আসে এবং মাথার মধ্যে কিছু ছুটে যাওয়ার মতো অনুভব হয় এবং শান্তি লাগে।এর এক মাস পর আবার অসুস্থ হয়ে যাই এখন রুকইয়া করলে মাথায় শক্ত গিট অনুভব করি সাথে শরীরের বিভিন্ন জায়গায় লাফায় এবং কিছু বায় আর কামড় দেয়।আমি বুঝতে পারি আশিক জিনে সম্ভবত ছোট থেকেই আক্রান্ত কারন আমি ৬-৭ বছর থেকে মাস্টারবেশন করতাম কিন্তু এটা মাস্টার বেশন বুঝতাম না+কারো কাছে শিখেও নি। শুধু আজেবাজে চিন্তা করতে ভালো লাগতো।এরপর জানতে পারি তখন এসব হারাম তখন তাওবা করি তারপরও এরকম হতো ইস্কতেগফার করে ও কন্ট্রোল করতে পারি না । কয়েক দিন যিনার অডিও শুনলে আলহামদুলিল্লাহ এসব করি না কিন্তু স্বপ্নে দেখি এসব করতেছি আর আমাকে কেন যেন বলতেছে এসব গুনাহ না তুমি করো। সাথে আমার সমস্যা ও বেড়েছে ,এখন ইলম সংক্রান্ত সমস্যা ও বেড়েছে।আর এসবের আলামত নিয়ে বললে আমি রুকইয়ার বই কয়েকটা + আবদুল্লাহ মাহমুদ হুজুরের কোর্স ও করেছি।এই মুহূর্তে আমার কিভাবে সেল্ফ রুকইয়া করা দরকার ? সরাসরি রুকইয়ার জন্য ফ্যামিলিকে রাজি করাতে পারছি না কোন ভাবেই।
Posted: 1 May, 2024, 12:31:12 AM
Approved: 4 May, 2024, 10:58:59 AM