Runa Ahmed

@ahmed

আসসালামু আলাইকুম۔ দুঃখিত ফেইক আইডি থেকে পোস্ট করছি কিছু ব্যক্তিগত সমস্যার জন্য۔ সমস্যাটা হলো আমাদের পরিবারে۔ অনেক বছর আগে হঠাৎ আমাদের ঘরের ভিতর ওয়াশরুমে অনেক রক্ত পাওয়া যায় ফোঁটায় ফোঁটায়۔ এরপর মাঝে মাঝেই ঘরের ভিতর এক দুই ফোঁটা রক্ত পাওয়া যেত۔ মেয়েদের পার্সোনাল জিনিস পত্র কিছুই রাখা যায়না۔ সেটা ঘরের ভিতর হোক বা বাইরে শুকাতে দিলে এমন কি ওয়ারড্রপেও রাখা যায়না۔ অনেক হুজুর দেখাইছি তারা বলে কিছু খারাপ জ্বীন চালিয়ে ঘরে ঢোকানো হয়েছে۔ আর এরা পুরো পরিবার নিয়ে আমাদের ঘরে বসবাস করে۔ এদেরকে তাড়ানো সম্ভব হচ্ছে না۔ আর আমাদের ঘরে আমার আম্মু আপু অলওয়েজ অসুস্থ থাকে۔ ভাগিনা কয়দিন পর পর অসুস্থ হয়ে যায়۔ আপুর ডিভোর্স হয়ে যায় 2013তে۔ অনেক ভালো ভালো সম্মন্ধ আসে۔ পছন্দ হয় আগায় ফাইনাল কথা বার্তা বলবে কিন্তু হঠাৎ তারা পিছু হটে যায়۔ আশ্চর্যজনক হলেও সত্য আজ 11বছর আমরা আপুকে বিয়ে দিতে পারছিনা۔ এমন না যে আমাদের অনেক চাহিদা বা আপু দেখতে খারাপ۔ তবুও কিছুই হচ্ছে না۔ অনেক হুজুর দেখিয়েছি তারা বলে বিয়ে বন্ধ করে রাখছে۔ কাটায় এইগুলো কিন্তু তবুও কিছু হচ্ছে না۔ আমার সাথেও ভালো কিছু হচ্ছেনা۔ বরাবরই খারাপ কিছু হয়ে যাচ্ছে۔ পড়ালেখা বন্ধ হয়ে গেছে হঠাৎই۔ বিয়ের জন্য আসলে আপুর মতোই হচ্ছে۔ সব কিছু ঠিকঠাক কিন্তু হঠাৎই ঠাস করে বারণ করে দেয়۔ ভালো কোনো জবও হচ্ছে না۔ বরাবরই সব খারাপ হচ্ছে۔ ছোট বোনও অনেক পরিশ্রম করে পড়ালেখায় কিন্তু ভালো কিছু হয়না۔ এমন না যে ও স্টুডেন্ট খারাপ۔ কিন্তু যেটা বেশি চায় বার বার করে ঐটাই ফলাফল শুন্য আসে ঠিক আমাদের মতোই۔ বাবার আয় রোজগার কমে যাচ্ছে۔ টাকা পয়সায় কোনো বরকত নেই কোনো উন্নতি নেই۔ কোনো কিছুই ভালো হচ্ছে না۔ সব কিছুই খারাপ হচ্ছে۔ প্লিজ দয়া করে হেল্প করুন۔ কিভাবে এইসব থেকে প্রতিকার পেতে পারি۔ ভীষণ নিরুপায় হয়ে গেছি আমরা۔۔

Posted: 6 May, 2024, 4:43:10 AM

Approved: 19 Jun, 2024, 6:52:5 AM

1 Comment
0 Like
0 Dislike