রাফি

@rafi

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন লোকের কাছ থেকে আমার পরিবার রুকিয়া করার উদ্দেশ্যে কিছু কাগজ এনেছে। উনি বলেছেন, এগুলো পানিতে ভিজিয়ে খেতে। এখন আমি এই কাগজে অনেকগুলো আরবি সংখ্যা ছক আকারে লেখা দেখতে পেয়েছি।আর একটা আরবি লেখা। এসব কি ব্যবহার করা যাবে? উল্লিখিত ব্যক্তি সমস্যা শনাক্ত করার জন্য রোগীর নাম, তার মা-বাবার নাম ইত্যাদি জানতে চেয়ে থাকেন। এসবের মাধ্যমে তিনি বের করেন রোগীর বদনজর, জ্বীনের সমস্যা, যাদু ইত্যাদি সমস্যা আছে কিনা। উনার কাছে যাওয়া কি ঠিক হবে?

Posted: 9 Jun, 2024, 1:18:23 AM

Approved: 10 Jun, 2024, 12:37:7 PM

1 Comment
0 Like
0 Dislike