Nil pori

@nil

আসসালামু আলাইকুম,,, আমি আমার ভাই ভাবির জন্য এই পোস্ট করেছি। আমার ভাবি খুবই ভালো মানুষ। আমরা চট্টগ্রাম এর হলেও আমার ভাবি আউট ডিসট্রিক্টের। তারা সাত জা এবং ভাবি আজীবন অবহেলিত। অথচ তিনি খুবই ভালো পরিবারে বিলং করেন। একসময় তিনি সরকারি কলেজের প্রভাষিকা ছিলেন সন্তানের তারবিয়াহর জন্য জব ছেড়ে দেন। মাঝখানে অনলাইন বিজনেস করেন এরপর থেকেই তাদের সম্পর্কের অবনতি। কারণ ভাই বিজনেস পছন্দ করেনি হয়ত। যাই হুক ভাবি সবই ছেড়ে দিলেও ভাইয়া তার সাথে বাজে ব্যবহার করেন।সুন্দর ভাবে কথা বলেন না। তাকে দেখলেও বিরক্ত হন। এমনকি তাদের ফিজিক্যাল এটাচড নেই এক বছর ধরে। উল্লেখ্য ভাই কোটিপতি,গাড়ি বাড়ি কিছুর অভাব নেই। ভাইয়ার পুরো পরিবার এর সকল খরচ তিনি বহন করেন এবং পরিবারের বাকি বৌরা ভাইয়ার স্ত্রীকে পছন্দ করেননা। আশা করছি ভালো পরামর্শের।

Posted: 18 Jun, 2024, 8:59:16 AM

Approved: 13 Jul, 2024, 6:5:36 PM

0 Comment
0 Like
0 Dislike