Hasibur Rahman

@@hasib

আসসালামু আলাইকুম, আমার সমষ্যার শুরু খুব সম্ভবত এস এস সি পরিক্ষার পর থেকে। এস এস সি তে আমি আলহামদুলিল্লাহ্, খুব ভালো ফলাফল করি। কিন্তু এরপরই নেমে আসে পড়াশোনায় অধঃপতন। তখন এ বিষয় কিছুটা আঁচ করতে পেরেছিলাম এবং বাবা-মা কে বলেছিলাম কিন্তু তারা এই বিষয়ে কোনো গুরুত্ব দেন নাই। কিন্তু এখন লেখাপড়ার প্রায় শেষের দিকে এসে বিষয়টা গুরুত্বসহকারে নিয়ে সেলফ রুকইয়্যাহ শুরু করি এবং এরপর পার্শ্বপ্রতিক্রিয়া দেখে নিশ্চিত হই আমার উপর জ্বীন-যাদু-বদনজরের সমষ্যা আছে। কিন্তু আমি নির্দিষ্ট করতে পারছিলাম না যে আমি আসলে কোন সমষ্যায় আক্রান্ত। এবং উল্লেখ্য যে আমি একজন যাদুকর হুজুরের খপ্পরে পরেছিলাম। তিনি মূলত তাবলীগ করতেন। মার্কাজে বয়ানও করতেন পরবর্তীতে জ্বীন-যাদুতে জড়িয়ে যান। আমি মূলত: ১| আট সূরা ২| আয়াত নজর ৩| আয়াতুল হারক ৪| আয়াতুল কিতাল ৫| কার্স এগেইনস্ট ম্যাজেশিয়ান + (সকাল-সন্ধার মাসনুন আমল ও রাতে শোয়ার আমল) এই রুকইয়্যাহ্ আমল গুলো করলে সবচেয়ে ভাল বোধ করি। তবে সমষ্যা হচ্ছে আমার ধারণা যাদুকর কিছুদিন পরপর যাদু রিনিউ করে ফলে প্রায়ই ফজরের পর বোবা ধরা, (বোবা ধরা সেলফ রকইয়্যাহ করার পর আর এখন আর হচ্ছে না বললেই চলে, আলহামদুলিল্লাহ্) এবং যেই জিনিসটা প্রকট, স্বপ্নে খেতে দেখা ( যদিও সেলফ রুকইয়্যাহ করার পর থেকে স্বপ্নে কিছু খাওয়াতে নিলেই সাথে সাথে ঘুম ভেঙে যায় আলহামদুলিল্লাহ্) এবং মাঝে মঝে রাতে শোয়ার কিছুক্ষণের মধ্যেই হালকা ঝাঁকুনি দিয়ে ওঠা। দুঃস্বপ্ন গুলো প্রায় হয় না বললেই চলে। এখন আমার করনীয় কী? বিশেষ করে ঘুমের মধ্যে খেতে দেখার জন্য?

Posted: 25 Jun, 2024, 3:8:34 AM

Approved: 13 Jul, 2024, 6:5:36 PM

0 Comment
0 Like
0 Dislike