Asia azad
@asiaazad
আমার খুব কাছের একজনের জিন , জাদুর সমস্যা আছে। এরকম কী হতে পারে যে,এমন কোন মানুষ যে তাকে চিনে না এবং সে শুধু ঐ ব্যক্তি নামে/ছবি দেখে চিনে তার উপর / তার সাথে আসক্তির জাদু করেছে।কারন ঐ মানুষের উপর তার এক সময় দুর্বলতা ছিল পরবর্তীতে তাওবা করে ফিরে এসে ও তার প্রতি ঘৃণা ও তৈরি হয় কিন্তু যখন জিনের সমস্যা বাড়ে তখন তার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে।আবার যখন থেকে ঐ মানুষের উপর দুর্বলতা তখন থেকেই জিনের সমস্যা শুরু।তবে যারা উপর দুর্বলতা সে কোন ভাবেই তাকে চিনে না।৯৯% গ্যারান্টি দিয়ে বলতে পারবো।
Posted: 2 Jul, 2024, 9:10:45 AM
Approved: 13 Jul, 2024, 6:5:36 PM
0 Comment
0 Like
0 Dislike