User Profile Photo

Anisa Tahsin

@anisa

আসসালামুআলাইকুম। আমি গত ১.৫ বছর যাবৎ আনুমানিক এর বেশিই হবে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। প্রথমত আমার হঠাৎ করেই ওজন কমা শুরু করে এখন পর্যন্ত ২০ কেজি ওজন কমে গেছে।এখন দেখতে রুগীর মত দেখায় । খেতে পারিনা আবার জোর করে খেলেও গায়ে লাগেনা। এর মধ্যে সব রকমের ডাক্তার দেখানো শেষ তেমন কোনো মেজর সমস্যা ধরা পড়ে না কিন্তু আমি সুস্থ থাকিনা এখন পর্যন্ত এমন কোনো দিন নাই যে আমি সুস্থ ছিলাম গত ২ বছরে একদিন ও সুস্থ স্বাভাবিক পার করেছি। মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়।পুরা শরীর অবশ হয়ে যায় শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট এর দাগ পাওয়া যায়। প্রায় ই আমাকে বাথরুম এ ঢুকল বাইরে থেকে বন্ধ করে দিত রুম এ কেউ থাকতো না ।মেজাজ খিটখিটে থাকে।পরিবারের তেমন কারো সাথেই ভালো সম্পর্ক থাকেনা। কাওকে ভাল্লাগেনা। ভালোমন্দ কোনো কথাই সহ্য হয়না। কোনো মানুষ কেই সহ্য হয়না আমার স্বামীর সাথেও আমর সম্পর্ক তেমন ভালোনা।ঝগড়া হয়। শারীরিক সম্পর্কের সময় আমার শরীর অবশ হয়ে যায়।খুব অনিহা আসে। মাঝে মাঝেই আগে রাত এ ফীল করতাম কেউ আমাকে টাচ্ করছে। আর প্রতিদিন স্বপ্নে খারাপ কিছু দেখি।যে কোনো পরিচিত অপরিচিত যে কারো সাথেই শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছি এছাড়াও আরও অনেক আজেবাজে স্বপ্ন দেখি যখন ঘুমাই তখন এ স্বপ্ন দেখি।রাত এ ঘুম হয়না।প্রতিদিন দুই এক ঘন্টা ঘুম হয়। সারাদিন শরীর খুব ক্লান্ত থাকে কোনমতে শরীর টেনে বেড়াই। মাথার মধ্যে কেমন যেন হয়ে থাকে আর এমন কোনো দিন নাই যে মাথা ব্যাথা হয়না।রেগুলার অনেক মেডিসিন নেই কোনো লাভ হয়না। আর শরীর হাড় এর উপর চামড়া ছাড়া কিছুই নাই।চেহারার ওজ্জলতা নাই হয়ে গেছে।বুক ধড়ফড় করে সবসময়। চুল পড়ে প্রচুর। জর থাকে সবসময় রাত এ বেশি কিন্তু থার্মোমিটার এ আসে আসেনা। পিরিয়ড রেগুলার না শেষ হওয়ার কয়েকদিন পর ই আবার শুরু হয়। পিরিয়ড রেগুলার এর জন্য আমি পিলস্ নেই।আমার মনে হয় আমি বেড ছেড়ে উঠতেই পারিনা।কোনো কাজ করতে ভাললাগে না।এই দুই বছরে কোনো উন্নতি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উকিল । এর মাঝে বেশ কিছু হুজুরের শরণাপন্ন হয়েছি যত জন এর কাছেই গিয়েছি প্রত্যেকেই একই কথা বলেছেন আমাকে কেউ কিছু একটা করে রেখেছে। আমি শরীর এ কোনো রকম তাবিজ ঝুলাতে চাইনা ।এছাড়া বদ নজর এর প্রত্যেক টা লক্ষণ ই আমার মধ্যে আছে ।এমতবস্থায় আমার করণীয় কি? আশা করি আমাকে সাহায্য করবেন দিন দিন সমস্যা বেড়েই চলেছে।

Posted: 29 Jul, 2024, 6:9:14 PM

Approved: 21 Oct, 2024, 1:25:3 AM

0 Comment
0 Like
0 Dislike