Adnan

@adnan023

Assalamualaikum. আমার বোনের বিয়ে বন্ধ আজ অনেক বছর যাবত। যতো জন কে দেখানো হয়েছে সবাই একই কথা বলেছেন। কাটানোর পর পর একসাথে ২/৩ টা করে প্রস্তাব আসে কিন্তু কিছুদুর গিয়ে আর কথা আগায় না পরে জানা যায় আবার তাবিজ করা হয়েছে। এই লুপহোল এর মধ্যে আজ অনেক বছর। বাবা মা এখন প্রচুর টেনশন করেন। রিসেন্টলি যখন আবার পরীক্ষা দেখা হচ্ছে এখন বলছেন কোনো বন্ধ নাই। কিন্তু তাও কেনো কোনো প্রগ্রেস নেই। এখন কোনো প্রস্তাবই আসে না। দয়া করে আমাকে সঠিক নির্দেশনা দিয়ে সাহায্য করবেন। অনেকে বলেছেন রাকীর সাথে কথা বলতে। কোনো রাকি কে চিনি না ওভাবে। দয়া করে এই গ্রুপে কেউ থাকলে একটু সাহায্য করবেন দয়া করে।

Posted: 4 Sep, 2024, 8:33:37 AM

Approved: 6 Sep, 2024, 1:27:3 PM

2 Comments
0 Like
0 Dislike